জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কাপ্তাইয়ে বিনামূল্যে চারা বিতরণ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং সবুজ বনায়ন বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী ব্যাপক কর্মসূচির অংশ হিসেবে কাপ্তাইয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কাপ্তাই উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে এবং বন অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত "জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় দেশব্যাপী ব্যাপক বনায়ন কর্মসূচি (চতুর্থ পর্যায়)" শীর্ষক প্রকল্পের আওতায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বড়ইছড়ি বনশুল্ক পরীক্ষণ ফাঁড়ি এই কর্মসূচির আয়োজন করে এবং বড়ইছড়ি নার্সারী কেন্দ্র তা বাস্তবায়ন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান এবং আশিকা ইয়ুথ গ্রুপের সদস্যদের মাঝে গাছের চারা তুলে দেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, বড়ইছড়ি বনশুল্ক পরীক্ষণ ফাঁড়ির কর্মকর্তা এস এম মহিউদ্দীন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহামুদ হাসান, নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া এবং বন বিভাগের সদস্য ওসমান গণিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিতরণকৃত চারার মধ্যে আম, জাম, পেয়ারা, জলপাই, চালতা, বহেড়া, আমলকি, হরিতকী, সুপারি, তেঁতুল এবং আমড়াসহ বিভিন্ন ফলজ ও বনজ প্রজাতির চারা ছিল। এই মহৎ উদ্যোগের মাধ্যমে এলাকার জীববৈচিত্র্য রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার উপর গুরুত্বারোপ করা হয়।
What's Your Reaction?






