বোয়ালমারীতে গোল্ডেন লাইন পরিবহনের ধাক্কায় কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু

এমএম জামান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ
Oct 14, 2025 - 19:40
 0  11
বোয়ালমারীতে গোল্ডেন লাইন পরিবহনের ধাক্কায় কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় শাহানুর ইসলাম বাবু নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় তার বন্ধু আরিফ মোল্যা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের কাদিরদী কলেজের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শাহানুর ইসলাম বাবু আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা ও স্থানীয় একটি কলেজের ছাত্র ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শাহানুর ও তার বন্ধু আরিফ মোটরসাইকেলযোগে আলফাডাঙ্গা থেকে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কাদিরদী কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে এবং দুই আরোহী গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহানুর ইসলাম বাবুকে মৃত ঘোষণা করেন। আহত আরিফ মোল্যা বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থাও গুরুতর।

বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (তদন্ত) আল আমিন জানান, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে দুর্ঘটনাকবলিত বাসটি পালিয়ে গেছে। নিহত শিক্ষার্থীর মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবার থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এই প্রাণ হারানো তরুণ কলেজছাত্রের মৃত্যুতে তার এলাকায় ও শিক্ষাপ্রতিষ্ঠানে শোকের ছায়া নেমে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow