ফরিদপুরে অন্যের ধান কাটার অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

শফিকুল ইসলাম জনি, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
Nov 21, 2025 - 18:17
 0  4
ফরিদপুরে অন্যের ধান কাটার অভিযোগ ‘মিথ্যা’ দাবি করে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

ফরিদপুরের নগরকান্দায় অন্যের জমির ধান কেটে নেওয়ার অভিযোগকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল মাতুব্বর।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে চরযশোরদী ইউনিয়নের দহিসারা দাখিল মাদ্রাসা মাঠে স্থানীয় গ্রামবাসীর ব্যানারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে কামাল মাতুব্বর বলেন, তার বিরুদ্ধে থানায় দায়ের করা অভিযোগটি সম্পূর্ণ মনগড়া ও তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার কৌশল।  

তিনি বলেন, “আমি কারো জমির ধান কাটি নাই। এটি রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়।”

তিনি অভিযোগ অস্বীকার করে জানান, ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই এবং তিনি বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় গ্রামবাসীরাও তার বিরুদ্ধে করা অভিযোগকে অসত্য বলেই দাবি করেন।

এর আগে দহিসারা গ্রামের আব্দুস সালাম মুন্সির ছেলে নুর মোহাম্মদ মুন্সী নগরকান্দা থানায় অভিযোগ করে জানান যে, তার ক্রয়কৃত জমির ধান জোরপূর্বক কেটে নিয়েছেন কামাল মাতুব্বর ও সাহিদ মাতুব্বর গং। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ তদন্তাধীন রয়েছে।

সংবাদ সম্মেলনে কামাল মাতুব্বর দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অভিযোগ সাজানো হয়েছে এবং তিনি ন্যায়বিচারের স্বার্থে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow