পিরোজপুরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতি পালিত

বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে পিরোজপুরে পূর্ণদিবস কর্মবিরতি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার ইন্দুরকানীসহ সব উপজেলায় শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদান ও পরীক্ষা বর্জন করে অফিস কক্ষে অবস্থান কর্মসূচি পালন করেন। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাতা, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা বৃদ্ধির দাবি জানান। পাশাপাশি আন্দোলনরত শিক্ষকদের ওপর ঢাকায় পুলিশের হামলার তীব্র নিন্দা ও বিচার দাবি করেন।
সরেজমিনে দেখা যায়, ইন্দুরকানী উপজেলার এফ. করিম আলিম মাদ্রাসা, ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়, পাওয়াশি জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, রামচন্দ্রপুর পি.এস মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সারাদেশের সঙ্গে একযোগে এ কর্মবিরতি পালিত হয়।
ইন্দুরকানী উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি এম. আহসানুল হক ছগির বলেন, “সারাদেশের মতো আমরাও আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি পালন করছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে। ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি ও দোষীদের শাস্তি দাবি করছি।”
এছাড়া উপজেলা এমপিওভুক্ত কলেজ শিক্ষক সমিতির আহ্বায়ক এম. এ. কাইউম জমাদ্দার বলেন, “শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। অথচ আমাদের মতো এমপিওভুক্ত শিক্ষকরা মাত্র ১ হাজার টাকা বাড়িভাড়া, ৫ শত টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীরা ৫০ শতাংশ উৎসব ভাতা পান। যেখানে প্রাথমিক শিক্ষকেরা ৪৫ শতাংশ বাড়িভাড়া ও শতভাগ উৎসব ভাতা পাচ্ছেন, সেখানে আমাদের এই বৈষম্য দূর করা জরুরি। সরকার যেন দ্রুত আমাদের যৌক্তিক দাবি মেনে নেয়, এটাই আমাদের প্রত্যাশা।”
শিক্ষক-কর্মচারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে এ আন্দোলন অব্যাহত রাখবেন।
What's Your Reaction?






