নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের কাজ বন্ধ: জনদুর্ভোগে সাধারণ মানুষ

শফিকুল ইসলাম মন্টু, স্টাফ রিপোর্টারঃ
Oct 20, 2025 - 20:00
 0  7
নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের কাজ বন্ধ: জনদুর্ভোগে সাধারণ মানুষ

ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার হাজার হাজার মানুষ। উন্নত সেবার আশায় নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও এখন তা হতাশায় পরিণত হয়েছে। অর্ধসমাপ্ত ভবনটি এখন অযত্ন আর অবহেলায় পড়ে আছে, যা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

রোগীর চাপ বাড়ায় পুরনো ভবনের সীমিত পরিসরে সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিশেষ করে জরুরি বিভাগে স্থান সংকট, অপর্যাপ্ত সুবিধা এবং অব্যবস্থাপনার কারণে রোগীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। এতে সময়মতো মানসম্মত চিকিৎসা পাওয়া কঠিন হয়ে পড়েছে।

এলাকার একাধিক বাসিন্দা অভিযোগ করে জানান, প্রায় এক বছর আগে নতুন ভবনের কাজ শুরু হলেও অজ্ঞাত কারণে তা বন্ধ হয়ে যায়। তাদের মতে, রোগী বেশি হলে পুরনো ভবনে জায়গা হয় না, ফলে সেবা নিতে মারাত্মক সমস্যা হয়। নির্মাণকাজ দ্রুত শেষ না হলে এই ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

অর্থ বরাদ্দের অভাবে কাজ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি। তিনি বলেন, "সরকার থেকে প্রয়োজনীয় বরাদ্দ না পেলে আমাদের পক্ষে কাজ এগিয়ে নেওয়া সম্ভব নয়।"

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়দেব কুমার সরকার জানান, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছেন।

এদিকে, স্বাস্থ্যখাতের মতো একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ এভাবে থমকে থাকাকে হতাশাজনক বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। তাদের দাবি, দ্রুত তহবিল বরাদ্দ দিয়ে নির্মাণকাজ পুনরায় শুরু না করা হলে উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হবে। এলাকার ভুক্তভোগী মানুষ দ্রুত এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow