সালথায় সমাবেদনা জানাতে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষকের বাড়িতে জামায়াত নেতারা

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
Oct 20, 2025 - 19:31
 0  6
সালথায় সমাবেদনা জানাতে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষকের বাড়িতে জামায়াত নেতারা

ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক এস এম ইব্রাহিম শেখের বাড়ি গিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জামায়াত নেতারা।

সোমবার (২০ অক্টোবর) সকালে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামে নিহতের নিজ বাড়িতে যান তারা। পরে শোকাহত পরিবারের কাছে কিছু সময় কাটান এবং নিহতের রুহের মাগফিরাত কামনায় তার কবর জিয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা সোহরাব হোসেন, সালথা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ, বল্লভদী ইউনিয়নের জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মিকাইল হোসাইন, মাঝারদিয়া ইউনিয়নের সভাপতি মো. ওয়ালিউজ্জামান, জামায়াত নেতা মিয়া লিয়াকত হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, রবিবার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা ঈদগাহ এলাকায় সালথা-সোনাপুর আঞ্চলিক সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন শিক্ষক এস এম ইব্রাহিম শেখ (৪৫) । এ ঘটনায় দুই শিক্ষার্থীসহ আরো তিন আহত হয়। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ইব্রাহিম সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামের মো. আব্দুর রব শেখের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। ইব্রাহিম উপজেলার যোগাড়দিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow