আগামীর আক্কেলপুর হবে ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত উপজেলা

আগামীর কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলাকে ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত, স্বচ্ছ ও সুন্দর সমতার উপজেলা হিসেবে গড়ে তোলা হবে— এমন প্রত্যয় ব্যক্ত করেছেন জয়পুরহাট-২ আসনের বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী, সাবেক ঢাকা বিভাগীয় কমিশনার, সচিব ও সাবেক জেলা প্রশাসক আব্দুর বারী।
সোমবার (২০ অক্টোবর) বিকেল ৪টার দিকে আক্কেলপুর সরকারি মজিবর রহমান কলেজ মাঠে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুর বারী বলেন, “জয়পুরহাট-২ আসনকে একটি উন্নয়নমুখী ও মডেল আসনে রূপান্তর করব। জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা, সন্তানদের শিক্ষিত করে তোলা এবং কর্মসংস্থানের মাধ্যমে পরিবারের উন্নতি সাধনে আমি কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। দেশের কৃষক তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাচ্ছে না, কারণ দেশে জবাবদিহিতামূলক সরকার নেই। আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি— দেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জবাবদিহিতামূলক সরকার গঠন করতে হবে।”
আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “যদি দল আমাকে মনোনয়ন দেয় এবং আপনারা আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেন, তাহলে জীবনের অবসর সময়টুকু জনগণের কল্যাণে ব্যয় করব। প্রশাসনের সর্বোচ্চ পদে কাজ করেছি, এখন আমার একটাই ইচ্ছা— মানুষের পাশে থেকে সেবা করা।”
সভায় সভাপতিত্ব করেন আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহমেদ রানা। প্রধান অতিথির বক্তব্যে আব্দুর বারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘রাষ্ট্রমেরামতের ৩১ দফা’ তুলে ধরেন। তিনি বলেন, “৩১ দফা বাস্তবায়ন হলে এদেশের মানুষের ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে। তাই জনগণের কাছে যেতে হবে, ধানের শীষে ভোট চাইতে হবে।”
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি এএইচএম ওবায়দুর রহমান ভিপি সুইট, আক্কেলপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম চপল, বিএনপি নেতা তরিকুল ইসলাম তুহিন, সাবেক কাউন্সিলর মাজেদুর রহমানসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে আরিফ ইফতেখার আহমেদ রানা বলেন, “আব্দুর বারী স্যার একজন সৎ, যোগ্য ও মেধাবী প্রশাসক ছিলেন। তাঁর নেতৃত্বে আমরা একটি স্বচ্ছ ও সুন্দর আক্কেলপুর উপজেলা গড়তে চাই।”
বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে জনসভা জনসমুদ্রে পরিণত হয়। সভা শেষে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
What's Your Reaction?






