কানাইপুরে শিশু রাকিব নিখোঁজ, উৎকণ্ঠায় পরিবার

ফরিদপুরের কানাইপুরে মো. রাকিব (১১) নামের এক শিশু গতকাল শুক্রবার সকাল ৭টার পর থেকে নিখোঁজ রয়েছে। দুই দিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ছেলেকে হারিয়ে উৎকণ্ঠায় দিন কাটছে তার পরিবারের।
নিখোঁজ রাকিবের বাবা ওহিদুল ইসলাম কানাইপুর ইউনিয়নের মৃগী এলাকার সংস্কার পোল্ট্রি ফার্মে কাজ করেন এবং স্ত্রী-সন্তান নিয়ে সেখানেই বসবাস করেন। পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকালে হঠাৎ করেই রাকিব নিখোঁজ হয়ে যায়। সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।
সন্তানের খোঁজ না পেয়ে রাকিবের বাবা-মা এখন দিশেহারা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যদি শিশুটির কোনো খোঁজ পান, তাহলে অনুগ্রহ করে ফরিদপুর কোতোয়ালি থানায় অথবা রাকিবের পিতা ওহিদুল ইসলামের মোবাইল নম্বরে (০১৯৫৯৩৫৫৪৬৮) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
সকলের প্রতি অনুরোধ—দয়া করে সংবাদটি শেয়ার করে শিশুটিকে খুঁজে পেতে সহায়তা করুন।
What's Your Reaction?






