বেরোবি উপাচার্যের সাথে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সঙ্গে ইরানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির এক নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমে উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশির এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় দুই দেশের মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. মোঃ শওকাত আলী ইরানের রাষ্ট্রদূত এবং তার প্রতিনিধিদলকে ক্যাম্পাসে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দেশে ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষা ও গবেষণা বিনিময়ে যৌথ কার্যক্রম পরিচালনা করে আসছে। উপাচার্য দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা প্রকল্প গ্রহণ, প্রকাশনা, কর্মশালা এবং সেমিনার আয়োজনের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন।
ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদের স্মৃতিবিজড়িত ক্যাম্পাসে আসতে পেরে আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, ইরানে বিশ্বমানের একাধিক বিশ্ববিদ্যালয় রয়েছে এবং এসব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করতে পারে। উপাচার্যের আগ্রহের পরিপ্রেক্ষিতে ইরানি রাষ্ট্রদূত এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় রাষ্ট্রদূতের সহধর্মিণী জাহারা চাভোশি এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন বিভাগের প্রধান, হলের প্রভোস্ট এবং বিভিন্ন দপ্তরের পরিচালকরাও আলোচনায় অংশ নেন। সভা শেষে উপাচার্য ইরানের প্রতিনিধিদলকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্মারক উপহার প্রদান করেন। এই সাক্ষাৎ দুই দেশের মধ্যে একাডেমিক সহযোগিতার সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
What's Your Reaction?






