রাজবাড়ীতে এইচএসসিতে ৪ কলেজে কেউ পাস করেনি

মোঃ আজমল হোসেন, বালিয়াকান্দি রাজবাড়ী প্রতিনিধিঃ
Oct 16, 2025 - 18:31
 0  4
রাজবাড়ীতে এইচএসসিতে ৪ কলেজে কেউ পাস করেনি

রাজবাড়ীতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে জেলার চারটি কলেজ থেকে কোনো পরীক্ষার্থী পাস করতে না পারার খবরে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ফলাফল প্রকাশের পর বিষয়টি জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।

শতভাগ ফেল করা কলেজগুলো হলো- রাজবাড়ী সদর উপজেলার বরাট ভাকলা স্কুল অ্যান্ড কলেজ, কালুখালী উপজেলার নূর নেছা স্কুল অ্যান্ড কলেজ, গোয়ালন্দ উপজেলার বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার কলেজ এবং আব্দুল হালিম মিয়া কলেজ।

রাজবাড়ী সদর উপজেলার বরাট ভাকলা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাহিদুল আকরাম জানান, তার কলেজ থেকে ৮ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল এবং তারা সবাই অনিয়মিত শিক্ষার্থী ছিল।

কালুখালী উপজেলার নূর নেছা কলেজের অধ্যক্ষ মাহমুদুর রশিদ ইমন জানিয়েছেন, তার কলেজ থেকে এবার ১৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল, যার মধ্যে ১৪ জন নিয়মিত ও একজন অনিয়মিত। দুর্ভাগ্যবশত, তাদের কেউই পাস করতে পারেনি।

গোয়ালন্দ উপজেলার আব্দুল হালিম মিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিলকিস আক্তার জানান, তার কলেজ থেকে এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল এবং তাদের সবাই অকৃতকার্য হয়েছে।

একই উপজেলার মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার কলেজের শিক্ষক সালাহউদ্দিন মাহমুদ রেজা বলেন, তাদের কলেজ থেকে ৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল এবং ৭ জনই ফেল করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow