ভাণ্ডারিয়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে দুই জেলে আটক

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Oct 16, 2025 - 19:36
 0  4
ভাণ্ডারিয়ায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে দুই জেলে আটক

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’-এর অংশ হিসেবে কঁচা ও বলেশ্বর নদীতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

বুধবার (১৫ অক্টোবর) গভীর রাতে  উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব উজ্জ্বল হালদারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধ কারেন্ট জালসহ ০২জন জেলেকে আটক করা হয়। আটককৃতরা হলেন মো. বাবু (৩০) ও মো. ইব্রাহিম (৩৫)।

মৎস্য সংরক্ষণ ও মৎস্য রক্ষা আইন ১৯৫০ এর ৫(১) ধারা অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, ভাণ্ডারিয়া থানা পুলিশ এবং মৎস্য দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। পরে ১৬০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উল্লেখ্য যে, মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর মোট ২২দিন ইলিশ আহরন,পরিবহন,বিক্রয় ও মজুদ করার উপর নিষেধাজ্ঞা জারি করায় এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow