ইন্দুরকানীতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Aug 7, 2025 - 15:25
 0  2
ইন্দুরকানীতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

পিরোজপুরের ইন্দুরকানীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে নয়শত (৯০০) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মাছুম শেখ (৩৭) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নের ৯ নম্বর মধ্য কলারণ ওয়ার্ডে এ অভিযান পরিচালিত হয়। মাছুম শেখ ওই এলাকার হাবিবুর রহমান শেখের ছেলে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মিলন কুমার মন্ডলের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) রবিন রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। চন্ডিপুর ইউনিয়নের জমাদ্দার হাট বাজার রোডের পাশে ডা. লুৎফর রহমানের বাড়ির সামনের কাঁচা রাস্তার ওপর এ অভিযান চালানো হয়।

অভিযানে মাছুম শেখের কাছ থেকে ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩৬ হাজার টাকা। এ ঘটনায় ইন্দুরকানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) এর সারণি ১৯(১) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন জানান, গ্রেফতারকৃত মাছুম শেখকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow