পিরোজপুরে ৪ মামলার আসামি দুর্ধর্ষ মাদক সম্রাট পারভেজ মহাজন গ্রেফতার

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Oct 21, 2025 - 17:01
 0  5
পিরোজপুরে ৪ মামলার আসামি দুর্ধর্ষ মাদক সম্রাট পারভেজ মহাজন গ্রেফতার

পিরোজপুরের কাউখালীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং এলাকার চিহ্নিত মাদক সম্রাট পারভেজ মহাজনকে (৩৮) গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ।

সোমবার (২০ অক্টোবর) রাতে ঢাকার গেন্ডারিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পারভেজ কাউখালী সদর ইউনিয়নের আসপদ্দি গ্রামের ফোরকান মহাজনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার এএসআই মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা জেলা পুলিশের সহায়তায় ঢাকার গেন্ডারিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি পারভেজ মহাজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারের পর তাকে রাতেই কাউখালী থানায় নিয়ে আসা হয়। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে তাকে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান এ বিষয়ে জানান, "আসামি পারভেজ মহাজন একজন দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ৩টি মাদক মামলা এবং ১টি নারী ও শিশু নির্যাতন মামলা রয়েছে।" তিনি আরও বলেন, "কাউখালী থানা পুলিশের এএসআই মোস্তফা কামালের নেতৃত্বে এবং ঢাকা জেলা পুলিশের সহায়তায় আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মঙ্গলবার সকালে তাকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow