শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি, বিকল্প প্রস্তাবের আহ্বান নির্বাচন কমিশনের

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) তাদের কাঙ্ক্ষিত ‘শাপলা’ প্রতীক দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, নির্বাচন কমিশনের সংরক্ষিত প্রতীকের তালিকায় শাপলা না থাকায়, দলটিকে বিকল্প প্রতীক বেছে নেওয়ার জন্য প্রস্তাব দিতে হবে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এনসিপির পক্ষ থেকে শাপলা প্রতীকের দাবিতে অনড় থাকার বিষয়ে ইসি সচিব বলেন, “প্রতীকের যে তালিকা, সে তালিকায় শাপলা প্রতীক নেই। এখন ব্যাপার হচ্ছে যে, ওনাদেরকেই বিকল্প একটা প্রস্তাব আমাদের কাছে পাঠাতে হবে, সেটার জন্য অপেক্ষা করতে হবে। ওনারা জানেন যে এটা (বিধিমালায় প্রতীকটি) নেই। এখন নিষ্পত্তি হবে দু'পক্ষের সম্মতিতে।”
তিনি আরও বলেন, “এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না। কারণ হচ্ছে, আমাদের ১১৫টা প্রতীকের যে শিডিউলটা করা হয়েছে, সেখানে শাপলা প্রতীক নেই।” ইসি সচিব স্পষ্ট করেন, নিয়ম অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে কমিশনের সংরক্ষিত তালিকা থেকেই একটি প্রতীক বেছে নিতে হয়। যেহেতু তালিকায় শাপলা প্রতীক নেই, তাই এটি এনসিপিকে বরাদ্দ দেওয়ার কোনো সুযোগ নেই।
এর আগে, জাতীয় নাগরিক পার্টির নেতারা তাদের অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছিলেন। তবে নির্বাচন কমিশনের এই স্পষ্ট সিদ্ধান্তের ফলে দলটিকে এখন বিকল্প কোনো প্রতীকের কথাই ভাবতে হচ্ছে।
What's Your Reaction?






