মাটিরাঙ্গায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ বর্ষার আত্মহত্যা

মোহাম্মদ কেফায়েত উল্লাহ, জেলা প্রতিনিধি, খাগড়াছড়িঃ
Sep 17, 2025 - 22:59
 0  2
মাটিরাঙ্গায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ বর্ষার আত্মহত্যা

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর এলাকায় পারিবারিক কলহের জেরে খাদিজা আক্তার বর্ষা (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ভূঁইয়া পাড়া এলাকায় স্বামীর বাড়ির শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, প্রায় ৮-৯ মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে বর্ষার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান মাটিরাঙ্গার প্রবাসী আবু জাহেরের ছেলে শাহাদাত হোসেন। পরিবারের অমতে তারা গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে বর্ষা স্বামীর পরিবারের সঙ্গে বসবাস শুরু করেন। গেলো কোরবানির ঈদের পর দুই পরিবারের মধ্যে সমঝোতা হলেও সংসারে অশান্তি কাটছিল না।

শাহাদাত হোসেনের পরিবারের দাবি, স্বামীর বেকারত্ব ও পারিবারিক কলহের কারণে প্রায়ই ঝগড়া হতো। মঙ্গলবার শ্বাশুড়ি ও স্বামীর সঙ্গে তুমুল ঝগড়ার পর শাহাদাত কুমিল্লায় বোনের বাড়িতে চলে যান। এর পরদিন সকালে নিজ কক্ষে গলায় উড়না পেঁচিয়ে বর্ষা আত্মহত্যা করেন।

শাহাদাতের বোন ফেরদৌস আরা সুরাইয়া বলেন, “প্রতিদিন ভোরে ভাবী নাস্তা বানাতেন। কিন্তু সেদিন ভোরে তাকে না দেখে সকাল নয়টার দিকে ডাকতে যাই। দরজা ধাক্কা দিলে দেখি তিনি ফ্যানের সঙ্গে ঝুলছেন।”

তিনি আরও জানান, বর্ষা স্বামীকে অন্য নারীর সঙ্গে সম্পর্কের সন্দেহ করতেন। স্বামী তাকে ডিভোর্সের হুমকি দিতেন বলেও তিনি অভিযোগ করেছিলেন। এ ছাড়া ঘরের কাজকর্ম নিয়ে শ্বাশুড়ির বকাঝকায়ও প্রায়ই মন খারাপ করতেন বর্ষা।

এ ঘটনায় নিহতের স্বামী শাহাদাত হোসেনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিকুল ইসলাম জানান, “খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ফরেনসিক রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow