কাপ্তাইয়ে ১০ আর ই ব্যাটালিয়নের সহায়তা কার্যক্রম

রাঙামাটির কাপ্তাইয়ে ১০ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে মানসিক রোগীর চিকিৎসা, দরিদ্র পরিবার ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় রাঙামাটি রিজিয়নের জীবতলী আর্মি ক্যাম্পে এই সহায়তা তুলে দেন ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার, পিএসসি।
সহায়তা কার্যক্রমে উপস্থিত থেকে তিনি বলেন, “মানসিক রোগীর চিকিৎসা, দরিদ্র পরিবার ও গরিব মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ভবিষ্যতেও ১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম শান্তি ও সম্প্রীতির উন্নয়নে অব্যাহত থাকবে।”
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
What's Your Reaction?






