কাপ্তাইয়ে যুবকের রহস্যজনক মৃত্যু

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বড়ইছড়ি এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে তিনি মারা যান বলে পরিবার সূত্রে জানা গেছে।
নিহতের নাম মো. শাহীন (২৪)। তিনি বড়ইছড়ি কলেজ রোড এলাকার শহীদুল্লাহর ছেলে।
পারিবারিক সূত্র জানায়, রাতে শাহীনের স্ত্রী তাকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে শ্বশুর-শাশুড়িকে খবর দেন। পরে দ্রুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহীনের স্ত্রী জানান, ওই দিন তিনি বাপের বাড়ি রাঙ্গুনিয়া থেকে স্বামীর সঙ্গে ফেরেন। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর অস্বাভাবিক শব্দ টের পেয়ে আলো জ্বালিয়ে দেখেন, শাহীন সিলিং ফ্যানে ঝুলছে।
এ বিষয়ে শাহীনের মা বলেন, “আমার ছেলের কোনো ঝগড়া-বিবাদ ছিল না। শ্বশুরবাড়ি থেকে এসে সে নিজ ঘরে ঘুমাতে যায়। হঠাৎ কেন সে ফাঁসি দিল বুঝতে পারছি না।”
এলাকাবাসী জানান, শ্বশুরবাড়ি থেকে ফেরার কিছুক্ষণের মধ্যেই এ ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, যে ঘরে শাহীনকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, সেখানে সিলিং ফ্যান থেকে মাটির দূরত্ব মাত্র সাত ফিট। এ কারণে ঘটনাটি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে শাহীন স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, রহস্যজনক এই মৃত্যুতে এলাকাবাসী প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।
What's Your Reaction?






