বিএনপি দখলবাজির রাজনীতি করে না: মীর সরফত আলী সপু

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Sep 12, 2025 - 17:47
Sep 12, 2025 - 17:48
 0  13
বিএনপি দখলবাজির রাজনীতি করে না: মীর সরফত আলী সপু

বিএনপি কখনো দখলবাজির রাজনীতি করে না, দখলদারদের পৃষ্ঠপোষকতাও দেয় না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। তিনি বলেন, বিএনপি জনগণের অধিকার ও গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল মাঠে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মীর সপু বলেন, "আমরা সন্ত্রাস বা দখলদারির মাধ্যমে জনগণকে দমন করি না, বরং সাধারণ মানুষের পাশে থেকে তাদের অধিকার আদায়ে কাজ করি।"

আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে তিনি বলেন, "সকলে যেন স্বচ্ছন্দে, শান্তিপূর্ণভাবে এবং আনন্দের সঙ্গে পূজা উদযাপন করতে পারেন, সেজন্য আমাদের নেতাকর্মীরা ভ্যানগার্ডের মতো সক্রিয় থেকে সার্বিক সহযোগিতা করবে।"

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ এবং হরেন্দ্র লাল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কাজী আলী আজম জুয়েল। এছাড়াও শ্রীনগর উপজেলা মহিলা দলের আহ্বায়ক আলভিনা রফিক, সদস্য সচিব কামরুন্নাহার চৌধুরী অনুসহ স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে একই দিন বেলা সাড়ে ১১টায় মীর সপু শ্রীনগর উপজেলার বালাসুর নতুন বাজার খালপার এলাকায় আরেকটি কর্মসূচিতে অংশ নেন। সেখানে শ্রীনগর উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়, যেখানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow