বৈঠার ঝড়ে কাঁপলো শিবরামপুর, শিরোপা জিতলো 'রাঢ়িখাল এক্সপ্রেস-২'

মুন্সীগঞ্জের শ্রীনগরে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। টানটান উত্তেজনার চূড়ান্ত পর্বে "রাঢ়িখাল এক্সপ্রেস-২" নামের কোষা নৌকাটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং রানার-আপ হয় "শেখ খোকন" নামক ছিপ নৌকা।
রবিবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শিবরামপুর বাজার সংলগ্ন খালে এলাকাবাসীর উদ্যোগে এই প্রতিযোগিতা শুরু হয়। গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য এই নৌকা বাইচকে কেন্দ্র করে খালের দুই পাড়ে হাজারো মানুষের ঢল নামে। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ নির্বিশেষে প্রায় দশ হাজার দর্শনার্থীর সমাগমে শিবরামপুর হাট এলাকা এক মিলনমেলায় পরিণত হয়।
প্রতিযোগিতা শুরুর সাথে সাথে শত শত মাঝি-মাল্লার বৈঠার ছন্দে, প্রাণবন্ত চিৎকারে আর বাদ্যযন্ত্রের তালে তালে মুখরিত হয়ে ওঠে শিবরামপুরের জলপথ। এবারের নৌকা বাইচে কৈলার তুফান মেইল, মামা-ভাগিনা, আলমপুর-২, জিহাদ-জারা, পানি রাজসহ বেশ কয়েকটি বিশালাকার ছিপ ও কোষা নৌকা অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন "রাঢ়িখাল এক্সপ্রেস-২" এর কর্ণধার ও রাঢ়িখাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী সোলাইমান খানের হাতে আয়োজকরা চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। বাইচে অংশগ্রহণকারী অন্য নৌকার মাঝি-মাল্লাদেরও পুরস্কৃত করা হয়। আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে একাধিক ফ্রিজ ও টেলিভিশন তুলে দেন।
শিবরামপুরের এই আয়োজন সফলভাবে সমাপ্ত হওয়ায় স্থানীয় সংস্কৃতিপ্রেমী মানুষের মধ্যে আনন্দের আমেজ ছড়িয়ে পড়েছে।
What's Your Reaction?






