সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৩ জেলের জেল-জরিমানা

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
Oct 6, 2025 - 17:29
 0  6
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৩ জেলের জেল-জরিমানা

ফরিদপুরের সদরপুর উপজেলায় ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ ধরার অপরাধে তিন জেলেকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ অক্টোবর) উপজেলার বিভিন্ন নদ-নদীতে এই অভিযান পরিচালনা করা হয়।

সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জনাবা জাকিয়া সুলতানার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর ৫(১) ধারা লঙ্ঘনের দায়ে আটককৃত তিনজন জেলেকে দোষী সাব্যস্ত করা হয়। আদালত প্রত্যেক জেলেকে ১,০০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করে। অনাদায়ে, তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

অভিযান পরিচালনার সময় জেলেদের কাছ থেকে মাছ ধরার নিষিদ্ধ জাল এবং অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়।

ইউএনও জাকিয়া সুলতানা জানান, "ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকার মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা অত্যন্ত দুঃখজনক এবং এটি দেশের ইলিশ সম্পদ বৃদ্ধির প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে।" তিনি আরও বলেন, জাতীয় মাছ ইলিশের উৎপাদন বাড়াতে এবং জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow