আখের ফলনে কৃষক খুশি, তেতো দামে হতাশ ক্রেতা

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Sep 28, 2025 - 20:29
 0  12
আখের ফলনে কৃষক খুশি, তেতো দামে হতাশ ক্রেতা

সোনালি রোদে চকচক করছে সারি সারি আখ, বাতাসে ভাসছে মিষ্টি ঘ্রাণ। এবারের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি ফোটালেও এর চড়া দাম সাধারণ ক্রেতার কপালে ফেলেছে চিন্তার ভাঁজ। ফলে মিষ্টি আখের বাজার ঘিরে তৈরি হয়েছে এক মিশ্র পরিস্থিতি। একদিকে কৃষকের স্বস্তি, অন্যদিকে ক্রেতার অস্বস্তি। সব মিলিয়ে এ চিত্র দেখা যাচ্ছে ফরিদপুরের আলফাডাঙ্গার বিভিন্ন হাট-বাজারে।

মাঠের ঘাম পায়ে ফেলে ফলানো এই অর্থকরী ফসল নিয়ে বাজারে এসেছেন নবীর সাদ্দারের মতো অনেক কৃষক। তিনি বলেন, "আমরা দিনরাত খেটে আখ ফলাই। আল্লাহর রহমতে এবার ফলন খুব ভালো হয়েছে। কিন্তু পাইকাররা দাম দিতে চায় না। এতে আমাদের পরিশ্রমের ন্যায্য মূল্য পাওয়া কঠিন হয়ে যাচ্ছে।"

একই সুর আরেক কৃষক ইমরান হোসেনের কণ্ঠে। তিনি জানান, "এই আখ বিক্রি করেই আমাদের সংসার চলে। উৎপাদন খরচও তো কম নয়। সে তুলনায় লাভ থাকছে সামান্যই। সরকার যদি দামটা একটু তদারকি করত, তাহলে আমরা নিশ্চিন্তে চাষাবাদ করতে পারতাম।"

অন্যদিকে, কৃষকের লাভের হিসাবের উল্টো পিঠে রয়েছে ক্রেতার হতাশার চিত্র। বাজারে আখ কিনতে এসে দাম শুনে অবাক হচ্ছেন অনেকে। ক্রেতা মফিদুল ইসলাম ক্ষোভের সঙ্গে বলেন, "বাজারে আখের দামে আগুন লেগেছে। যে আখ আগে ৫০-৬০ টাকায় কিনতাম, সেটার জন্য এখন ৮০-৯০ টাকা গুনতে হচ্ছে। আমাদের মতো সাধারণ মানুষের জন্য এটা অনেক বেশি।"

তার কথায় সায় দিলেন ওবায়দুর রহমান। তার মতে, "আখের মান ভালো, খেতেও মিষ্টি। কিন্তু দামের কারণে ইচ্ছে থাকলেও কেনার উপায় নেই। দামটা নিয়ন্ত্রণে আনা খুব জরুরি, নাহলে এই মৌসুমি ফলের স্বাদ সবাই নিতে পারবে না।"

কৃষক ও ক্রেতার এই টানাপোড়েনের বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা একটি ইতিবাচক চিত্র তুলে ধরেন। তিনি বলেন, "আলফাডাঙ্গায় এবার আখের ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে, যা কৃষকদের জন্য অত্যন্ত আনন্দের খবর। তারা ভালো দাম পেয়ে লাভবান হচ্ছেন। তবে, খুচরা বাজারে দামের যে অভিযোগ উঠেছে, সেদিকে আমাদের নজর আছে। বাজার স্থিতিশীল রাখতে আমরা নিয়মিত মনিটরিং করছি। আখ একটি সম্ভাবনাময় অর্থকরী ফসল, এর চাষ সম্প্রসারণে আমরা কৃষকদের সব ধরনের সহযোগিতা দিয়ে যাব।"

সব মিলিয়ে আলফাডাঙ্গার বাজার এখন মিষ্টি আখের গন্ধে ম-ম করলেও এর দামের ঝাঁঝে ক্রেতা-বিক্রেতার মধ্যে চলছে এক নীরব দর-কষাকষি। কৃষকের ন্যায্য মূল্য প্রাপ্তি এবং ক্রেতার সাধ্যের মধ্যে দাম। এই দুইয়ের সমন্বয় ঘটলেই আখের এই মিষ্টতা সবার জন্য আনন্দদায়ক হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow