গাছ কাঁটার জন্য সড়কে বাঁধা রশির সাথে পেঁচিয়ে মোটর সাইকেল আরোহীর মৃত্যু

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Sep 28, 2025 - 19:55
 0  4
গাছ কাঁটার জন্য সড়কে বাঁধা রশির সাথে পেঁচিয়ে মোটর সাইকেল আরোহীর মৃত্যু

পিরোজপুরের নেছারাবাদে গাছ কাঁটার জন্য সড়কের উপরে আড়াআড়ি ভাবে বেঁধে রাখা রশিতে আটকে মো.তানিম (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার স্বরূপকাঠি–পিরোজপুর সড়কের সেহাংগল এলাকায়  এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিম উপজেলার পানাউল্লাহপুর গ্রামের মো.জাহাঙ্গীর হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত তানিম ও তার বন্ধু আনিসুর রহমান সকালে মোটরসাইকেলে করে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দেন। তারা সেহাংগল এলাকায় পৌঁছালে সড়কের পাশে বেলায়েত নামে এক ব্যক্তি গাছ কাটছিল। গাছ নামানোর জন্য সড়কের ওপর আড়াআড়িভাবে রশি বেঁধে রাখা হয়। মোটরসাইকেল চালক আনিস রশি দেখে মাথা নিচু করলেও পেছনে বসা তানিম খেয়াল করতে পারেননি। এসময় রশি তার গলায় পেঁচিয়ে যায় এবং তিনি ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী মো. ফয়সাল বলেন, মোটরসাইকেলটি রশির কাছে পৌঁছালে চালক মাথা নিচু করে দুর্ঘটনা এড়িয়ে বাঁচতে  পারলেও পেছনে বসা আরোহী তানিম রশিতে আটকে সড়কে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।”

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. লিমা আক্তার জানান, হাসপাতালে আনার আগেই তানিমের মৃ'ত্যু হয়েছে। তার মাথায় গুরুতর আঘাত রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তিনি মারা যান।

এ ব্যাপারে নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. বনি আমিন জানান, সড়কে বেঁধে রাখা গাছ কাটার রশির সাথে পেঁচিয়ে যুবকের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow