গানে-স্মৃতিচারণে পিরোজপুরে জুলাই যোদ্ধাদের সম্মান

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Jul 31, 2025 - 19:33
 0  3
গানে-স্মৃতিচারণে পিরোজপুরে জুলাই যোদ্ধাদের সম্মান

স্মৃতিচারণ, চলচ্চিত্র আর সাংস্কৃতিক পরিবেশনার এক মেলবন্ধনে পিরোজপুর সরকারি মহিলা কলেজে এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হলো "জুলাই পুনর্জাগরণ" অনুষ্ঠান। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালের এই আয়োজনে সম্মাননা জানানো হলো সেইসব জুলাই যোদ্ধাদের, যারা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজমুল হক বলেন, "জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল দেশের ইতিহাসে এক নতুন মাইলফলক। সেই সংগ্রামে যারা জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের আত্মত্যাগকে আমাদের শ্রদ্ধাভরে স্মরণ করতে হবে।"

পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ এবং জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আযাদী।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে শিক্ষার্থীরা রাজপথে নেমেছিল, সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়াই এখন আমাদের প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কলেজের আন্দোলনরত সেইসব শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান, যারা জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। এ ছাড়া, দিনব্যাপী আয়োজনে অভ্যুত্থানের ওপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানকে এক ভিন্ন মাত্রা দেয় এবং পুরো কলেজ প্রাঙ্গণে একটি প্রাণবন্ত ও প্রেরণামূলক পরিবেশের সৃষ্টি করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow