বরিশাল রেঞ্জের ডিআইজির পিরোজপুর থানা ও কোর্ট পরিদর্শন

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Sep 2, 2025 - 13:51
 0  2
বরিশাল রেঞ্জের ডিআইজির পিরোজপুর থানা ও কোর্ট পরিদর্শন

বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম সোমবার (১ সেপ্টেম্বর) পিরোজপুর থানা দ্বি-বার্ষিক ও সদর কোর্টের বার্ষিক পরিদর্শন করেছেন। দিনব্যাপী রুটিন কর্মসূচির অংশ হিসেবে তিনি এ পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করেন।

ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম পিরোজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় পিরোজপুর জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

পরিদর্শনকালে তিনি থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র, অফিসার ও ফোর্স সদস্যদের দৈনন্দিন কার্যক্রম, মালখানা, হাজতখানা এবং সরকারি অস্ত্রাগার সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এছাড়া সেবা প্রত্যাশীদের যথাযথ সেবা প্রদান, সরকারি সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের সেবার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

ডিআইজি আরও থানা এলাকায় নিয়মিত টহল জোরদার, ওয়ারেন্ট তামিল, মাদকবিরোধী অভিযানসহ পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow