খালের পানিতে ডুবে শিশুর লাশ উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে খালের পানিতে ডুবে নিখোঁজ হওয়ার এক দিন পর ওয়ালিদ নামের আড়াই বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। ওয়ালিদ কালকিনি পৌরসভার ৩নং ওয়ার্ডের চরফতে বাহাদুর গ্রামের মো. জুয়েল বেপারীর ছেলে।
সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাড়ির পাশে খেলতে গিয়ে মায়ের অগোচরে খালের পাড়ে চলে যায় ওয়ালিদ। একপর্যায়ে সে পা পিছলে পানিতে পড়ে নিখোঁজ হয়। খবর পেয়ে কালকিনি ফায়ার সার্ভিস মাদারীপুর থেকে ডুবুরি দল এনে রাত ১২টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালায়, তবে শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সেদিন বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল ওয়ালিদ। পরে খেলার ছলে খালের দিকে গেলে পানিতে পড়ে যায় সে। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও রাতেই তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে খালের অন্য স্থানে তার মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে পরিবারের কাছে নিয়ে যায়।
কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মো. খোকন জমাদার জানান, “আমরা রাত ১২টা পর্যন্ত উদ্ধার কাজ করেছি, কিন্তু শিশুটিকে পাওয়া যায়নি। আজ সকালে খবর পাই খালের পানিতে ভেসে থাকা অবস্থায় স্থানীয়রা মরদেহ উদ্ধার করেছে।”
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন, শিশুটির লাশ থানায় আনা হয়েছে। একটি অপমৃত্যু মামলা রেকর্ড করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
What's Your Reaction?






