দুর্নীতিমুক্ত রাষ্ট্র গড়ার দাবিতে খোকসায় জামায়াতের গণমিছিল

দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে কুষ্টিয়ার খোকসায় গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
উপজেলা গেট থেকে গণমিছিলটি শুরু হয়ে খোকসা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। গণমিছিলে জামায়াতের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
গণমিছিলে নেতৃত্ব দেন খোকসা-কুমারখালী আসন থেকে মনোনীত জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মোঃ আফজাল হোসাইন। সমাবেশে তিনি বলেন, "বাংলাদেশ থেকে চাঁদাবাজি বন্ধ করতে আমরা প্রস্তুত। দুর্নীতিমুক্ত, ইনসাফ ও ইসলামভিত্তিক রাষ্ট্রে রূপান্তর করতে হলে ইসলামের কোনো বিকল্প নেই।" তিনি আরও বলেন, "দেশের শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী সর্বদা কাজ করে যাবে।"
খোকসা উপজেলা জামায়াতের আমীর মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সহকারী সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
What's Your Reaction?






