রাণীনগরে বিদ্যালয়ে ভাঙচুরের অভিযোগ

কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ
Sep 12, 2025 - 21:01
Sep 12, 2025 - 21:02
 0  19
রাণীনগরে বিদ্যালয়ে ভাঙচুরের অভিযোগ

নওগাঁর রাণীনগর উপজেলার পারইল উচ্চ বিদ্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদের বিরুদ্ধে। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি—বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে চেয়ারম্যান জাহিদের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি বিদ্যালয় চত্বরে নবনির্মিত একটি দোকানঘর ভাঙচুর করেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, সকালে চেয়ারম্যান জাহিদ প্রায় ১৫–২০ জন সহযোগী নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেন। এ সময় তারা নবনির্মিত দোকানঘরসহ আরও কিছু স্থাপনায় ভাঙচুর চালান। পরে স্থানীয় লোকজন ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যরা এগিয়ে গেলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

বিদ্যালয়ের আয়া মোছা. রাবেয়া বসরী অভিযোগ করে বলেন, “চেয়ারম্যান জাহিদের নেতৃত্বে দোকানঘর ভাঙচুর করা হয়েছে। আমি ভিডিও ধারণ করতে গেলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে আমার হাতে থাকা মোবাইল ফোন ভেঙে দেয়। আমি এ ঘটনার বিচার চাই।”

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল চন্দ্র সাহা বলেন, “চেয়ারম্যান বিদ্যালয়ের সভাপতি হতে না পেরে এমন কর্মকাণ্ড চালাচ্ছেন। গত ৮ সেপ্টেম্বর তিনি বিদ্যালয়ে এসে আমাকে হুমকি দেন। এ ঘটনায় থানায় জিডি করেছি। তারই জের ধরে বৃহস্পতিবার ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি।”

তবে অভিযোগ অস্বীকার করে পারইল ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ বলেন, “আমি কোনো ভাঙচুর করিনি। এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তবে বিদ্যালয়ে নিয়মিত অ্যাসেম্বলি না হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমি অভিযোগ করেছি।”

এ বিষয়ে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। যদি অভিযোগ দেওয়া হয়ে থাকে, তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow