১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন - শফিকুল আলম

রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই অনুষ্ঠিত হবে।”
শুক্রবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের মাঝাইল গ্রামে মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
এ সময় প্রেস সচিব আরও জানান, ফরিদপুর হয়ে মাগুরা জেলা রেললাইনের আওতায় আসছে। প্রস্তাবিত রেললাইন কবির বাড়ির ওপর দিয়েই যাওয়ার কথা থাকলেও কবির পরিবার জন্মভিটা রক্ষার দাবিতে বিকল্প পথে রেললাইন নেওয়ার অনুরোধ জানিয়েছে। সরেজমিনে বাড়িটি ঘুরে দেখে তিনি কবির পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন যে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।
পরিদর্শনকালে মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ অহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহাবুবুল আলমসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে দুপুরে শফিকুল আলম শহরের সাতদোহা শ্রী শ্রী ন্যাংটা বাবার আশ্রমে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি জানান, আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরবিচ্ছিন্নভাবে উদযাপনের জন্য প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে।
What's Your Reaction?






