জামায়াতে ইসলামী আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না : মাসুদ সাঈদী

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Sep 12, 2025 - 21:21
 0  3
জামায়াতে ইসলামী আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না : মাসুদ সাঈদী

পিরোজপুর-০১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, শহীদ আল্লামা সাঈদীর পুত্র ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একমাত্র আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। আমরা সঠিক পথে আছি বলেই বিএনপির জামায়াতকে নিয়ে এত ভয়।”

তিনি অভিযোগ করে বলেন, “জামায়াত তো কখনো বিএনপিকে ক্ষতি করে না, হিংসা করে না। তাহলে আমাদের ওপর এত শত্রুতা কেন? আমরা সত্য ও ন্যায়ের পথে বলেই আমাদের শত্রু বেশি, সমালোচনা বেশি এবং থামানোর চেষ্টাও বেশি।”

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পিরোজপুর সাঈদী ফাউন্ডেশনের আল্লামা সাঈদী অডিটোরিয়ামে পৌর জামায়াতে ইসলামীর আয়োজনে ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী সরকার তসবিহ হাতে জামায়াত-শিবিরকে কটাক্ষ করেছে, সব সময় আমাদের পেছনে লেগে থেকেছে। এখন বিএনপিও একই পথে হাঁটছে। শুধু মালিকানার পরিবর্তন হয়েছে, তসবিহ তো একই আছে। দেশের যেকোনো ঘটনায় দায় চাপানো হয় জামায়াত-শিবিরের ওপর। কিন্তু আমরা ন্যায়ের পথে আছি বলেই আমাদের সফলতা দিন দিন বেড়েই চলছে।”

তিনি আরও বলেন, “খুনি হাসিনা আমাদের অভিভাবকদের ফাঁসিতে ঝুলিয়েছে, ভাইদের গুলি করে হত্যা করেছে। এত কিছু করেও আমাদের দমাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।”

দেশের সম্পদ থাকা সত্ত্বেও দুর্নীতির কারণে বাংলাদেশ পিছিয়ে আছে দাবি করে মাসুদ সাঈদী বলেন, “আমাদের সৎ ও যোগ্য নেতৃত্বের অভাব রয়েছে। আগামীতে সৎ, যোগ্য, দেশপ্রেমিক ও কোরআনপ্রেমী নেতৃত্ব নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”

ডাকসু নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “১০৪ বছরের ইতিহাসে ২৮টি পদের মধ্যে ২৩টিতে ছাত্রশিবিরের যোগ্য নেতারা বিজয়ী হয়েছে। এটি তাদের আদর্শ, সততা ও আচার-আচরণের ফল।”

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “পিরোজপুর-১, ২ ও ৩ আসনে জামায়াতে ইসলামী বিপুল ভোটে বিজয় ছিনিয়ে আনবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরবেন না।”

তিনি নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালুর দাবিও জানান। তার দাবি, “১৯৭১ থেকে ২০০৯ সাল পর্যন্ত বিজয়ীরা মাত্র ৩০-৩৫ ভাগ ভোট নিয়ে সংসদে গেছেন। অথচ বাকি ৬৫ ভাগ ভোটার উপেক্ষিত থেকেছেন। আমরা চাই জনগণের সকল মতামতের ভিত্তিতে দেশ পরিচালনা হোক।”

সম্মেলনে পৌর আমীর মাওলানা মো. ইসহাক আলী খানের সভাপতিত্বে ও পৌর সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রব। এছাড়াও জেলা, উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow