নওগাঁয় ধর্মীয় সম্প্রীতি ও ক্রীড়া মিলনমেলায় একদিনে দুটি আয়োজন

নওগাঁয় একই দিনে ধর্মীয় সম্প্রীতি ও ক্রীড়া চর্চার দুটি ভিন্নধর্মী আয়োজন স্থানীয়দের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ও ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত শহরজুড়ে আয়োজনগুলো ছিল আলোচনার কেন্দ্রবিন্দু।
সন্ধ্যায় নওগাঁ পৌরসভার সুলতানপুর এলাকার শ্রী শ্রী শুটিকালিতলা রাধাগোবিন্দ জিউ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি’র প্রচারের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।
মন্দির কমিটির সভাপতি শ্রী ভীম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. জাহিদুল ইসলাম ধলু। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আসন্ন শারদীয় দুর্গাপূজা সামনে রেখে ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি, সহনশীলতা ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।
এর আগে বিকেলে রজাকপুর ক্রীড়া সংঘের উদ্যোগে এক যুগপূর্তি উপলক্ষে আয়োজন করা হয় মিনিবার ফুটবল টুর্নামেন্টের। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সঙ্গে বিপুল সংখ্যক দর্শকের উচ্ছ্বাসে গোটা মাঠ মুখরিত হয়ে ওঠে।
একই দিনে দুটি ভিন্নধর্মী আয়োজনে নওগাঁয় সৃষ্টি হয় সম্প্রীতি ও ক্রীড়ার এক মিলনমেলা।
What's Your Reaction?






