জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ: নারায়ণগঞ্জকে টাইব্রেকারে হারিয়ে পরের পর্বে ফরিদপুর

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Sep 17, 2025 - 18:45
 0  2
জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ: নারায়ণগঞ্জকে টাইব্রেকারে হারিয়ে পরের পর্বে ফরিদপুর

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের রোমাঞ্চকর এক ম্যাচে নারায়ণগঞ্জ জেলা দলকে টাইব্রেকারে পরাজিত করে পরবর্তী পর্ব নিশ্চিত করেছে ফরিদপুর জেলা দল। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হোম এন্ড অ্যাওয়ে পদ্ধতির ফিরতি পর্বের এই খেলায় পিছিয়ে পরেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় স্বাগতিকরা।

প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এদিনের ম্যাচে জয়ের বিকল্প ছিল না ফরিদপুরের সামনে। গত ১০ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের মাঠে অনুষ্ঠিত প্রথম লেগে ১-০ গোলে হেরে যাওয়ায়, দ্বিতীয় পর্বে যেতে হলে নিজেদের মাঠে বড় ব্যবধানে জয় অপরিহার্য ছিল। সেই লক্ষ্যেই মাঠে নামে ফরিদপুর জেলা দল।

তবে খেলার প্রথমার্ধে নারায়ণগঞ্জের সফাতের গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা, যা তাদের কাজ আরও কঠিন করে তোলে। প্রথমার্ধ ১-০ গোলে শেষ হলে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ফরিদপুর। খেলার দ্বিতীয়ার্ধে রবিউল একটি গোল শোধ করে দলকে সমতায় ফেরান। এরপর পেনাল্টি থেকে গোল করে ওপেন মন্ডল ফরিদপুরকে ২-১ গোলে এগিয়ে দেন।

নির্ধারিত সময়ের খেলা ২-১ গোলে শেষ হলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী উভয় দলের পয়েন্ট সমান (৩-৩) হওয়ায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। কারণ, প্রথম লেগে নারায়ণগঞ্জ নিজেদের মাঠে জয় পেয়ে ৩ পয়েন্ট অর্জন করেছিল এবং ফিরতি লেগে ফরিদপুর জয় পাওয়ায় তাদেরও পয়েন্ট ৩ হয়। পেনাল্টি শুটআউটে ফরিদপুর গোলরক্ষকের অসাধারণ নৈপুণ্যে ৪-১ গোলের সহজ জয় পায় এবং পরবর্তী পর্বের টিকিট নিশ্চিত করে। বিজয়ী দলের নিশানকে 'ম্যান অফ দা ম্যাচ' পুরস্কার দেওয়া হয়।

এর আগে খেলার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আল আমিন খন্দকার, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) সদস্য সচিব আবুল কাশেম ভোলা, কোষাধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম, সদস্য মাসুদুর রহমান চুন্নু, আশুতোষ গুহ, আবুল কালাম আজাদ, অমরেশ সাহা, হাসিবুল আমিন সিদ্দিকী লিপন এবং নারায়ণগঞ্জ ডিএফএ-এর টিম লিডার মশিউর রহমান রনি ও ম্যানেজার খোরশেদ আলমসহ উভয় দলের কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ।

গুরুত্বপূর্ণ এই খেলাটি পরিচালনা করেন রেফারি শাহিন রহমান। তাকে সহায়তা করেন সহকারী রেফারি শাহিন পঞ্চায়েত ও রুমেল বাইজিদ। চতুর্থ রেফারির দায়িত্বে ছিলেন এডিশন চাকমা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow