দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ার খোকসায় দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১ ঘটিকার সময় উপজেলা চত্বরে দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ফায়ার সার্ভিসের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।
উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান, ফায়ার সার্ভিস কর্মকর্তা।
বক্তারা বলেন, “দূর্যোগ মোকাবিলায় সকলকে সচেতন হতে হবে এবং নিজেদের সুরক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে।” তাঁরা আরও জানান, সরকার দূর্যোগকালীন সময় জনগণের পাশে থাকার জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






