পিরোজপুরে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পিরোজপুরে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) দিনব্যাপী বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা এর আয়োজনে এ গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পিরোজপুর জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আযিযী এর সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলাউদ্দিন ভূঞা জনি।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা এবং শরীর চর্চা করা অত্যন্ত জরুরি খেলাধুলা আমাদের কেবল শারীরিক সুস্থতাযই দেয় না এটি মানসিক শক্তি ও বাড়ায় এবং নেতৃত্ব,দলবদ্ধভাবে কাজ করা এবং সঠিক সময় সিদ্ধান্ত নেওয়ার মতো গুণাবলী বিকাশে সাহায্য করে। খেলাধুলা একটি জাতির পরিচিতি বিশ্ব দরবারে তুলে ধরে।
আমি আশা করি তোমরা সবাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় গুরুত্ব দেবে এবং সুস্থ সুন্দর জীবন যাপন করবে। এই ধরনের প্রতিযোগিতা আয়োজন চালিয়ে যাওয়ার জন্য সবাইকে উৎসাহিত করছি। আজকের এই সুন্দর ও সুশৃংখল অনুষ্ঠানের জন্য আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। বিজয়ী খেলোয়াড়দেরকে আমার আন্তরিক অভিনন্দন তোমরা এই সাফল্য আগামী দিনে আরো বড় সাফল্যের অনুপ্রেরণা হবে। আর যারা পুরস্কার পায়নি তাদেরকে ও ধন্যবাদ জানাচ্ছি আশা করি তোমরা আগামীতে আরো ভালো কিছু করবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন এবং সকলের সাফল্য কামনা করেন।
What's Your Reaction?






