এখন পর্যন্ত জুলাই সনদ আইনি ভিত্তি পায় নাই - মুয়াযযম হোসাইন হেলাল

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Oct 18, 2025 - 15:33
 0  5
এখন পর্যন্ত জুলাই সনদ আইনি ভিত্তি পায় নাই - মুয়াযযম হোসাইন হেলাল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রণীত ‘জুলাই সনদ’ স্বাক্ষরিত হলেও এখন পর্যন্ত এটি আইনি ভিত্তি পায়নি। তিনি অবিলম্বে এই সনদের আইনি ভিত্তি কার্যকর করার জন্য জোর দাবি জানিয়েছেন।

শনিবার (১৮ অক্টোবর) সকালে পিরোজপুর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন আল্লামা সাঈদী ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত এক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অ্যাডভোকেট হেলাল বলেন, "আলহামদুলিল্লাহ, জুলাই-আগস্ট অভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন এক বছরের প্রচেষ্টায় জুলাই সনদ প্রণয়ন করেছে এবং সেই সনদ স্বাক্ষরিত হয়েছে। কিন্তু এখন পর্যন্ত এই সনদ আইনি ভিত্তি পায়নি। আমরা বলতে চাই, অবিলম্বে এটার আইনি ভিত্তি কার্যকর করতে ব্যবস্থা গ্রহণ করতে হবে।"

তিনি আরও বলেন, এই সনদে ছোটখাটো বিষয়ে দ্বিমত থাকলেও সব দল ঐকমত্যে পৌঁছেছে। যদি এর আইনি ভিত্তি দেওয়া না হয়, তবে এই সনদ প্রকৃতপক্ষে বিফলে যাবে। সুতরাং, নির্বাচনের আগেই এর আইনি ভিত্তি দিতে হবে এবং এই পথে কোনো বাধা, ষড়যন্ত্র বা অপচেষ্টা দেশবাসী গ্রহণ করবে না।

মুয়াযযম হোসাইন হেলাল উল্লেখ করেন, "আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে আগেই বলা হয়েছে, নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কারগুলো কার্যকর করতে হবে।" তিনি দেশের জনগণের দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করে বলেন, "বাংলাদেশের জনগণ শুধু একটি নির্বাচনের জন্য এত ত্যাগ স্বীকার করেনি। আমরা অবশ্যই নির্বাচন চাই, কিন্তু দেশের মানুষ যাতে একটি কল্যাণকর সমাজ ব্যবস্থা গড়তে পারে, সেই উদ্দেশ্য নিয়েই গত ৫৩ বছর ধরে অপেক্ষা করছে। অনেক রক্ত ও জুলুম-নির্যাতনের বিনিময়ে অর্জিত এই সময়ে কোনো ধরনের সংকট সৃষ্টি করতে দেওয়া হবে না।"

বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার নায়েবে আমির মাওলানা আব্দুর রবের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি জহিরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাযী এবং পিরোজপুর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামীম সাঈদী। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, মাওলানা শেখ আব্দুর রাজ্জাক এবং জেলা পেশাজীবী শাখার সভাপতি ড. আব্দুল্লাহিল মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow