চরভদ্রাসনে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৫ উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিনির্বাপক মহড়া প্রদর্শন করেন, যা উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়ায়।
এছাড়া উপজেলা পরিষদের কনফারেন্স রুমে “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন।
আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, উপজেলা ভারপ্রাপ্ত ফায়ার স্টেশন মাস্টার মুর্তাজা, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাস্টার এবং সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন প্রমুখ।
What's Your Reaction?






