ফরিদপুরের নগরকান্দায় স্বামীকে কুপিয়ে আহত

ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের গজগাহ্ গ্রামের মৃত গনি সরদারের ছেলে শাহআলম সরদার (৫০) কে কুপিয়ে গুরুতর আহত করেছে তার স্ত্রীসহ শ্বশুরবাড়ির লোকজন। সোমবার (১৩ অক্টোবর) রাত প্রায় ৮টার দিকে রামনগর কালীখোলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
আহত শাহআলম সরদার জানান, তাঁর দ্বিতীয় স্ত্রী পারুলী বেগম (৪০) মোবাইল ফোনে পরকীয়ায় জড়িত ছিলেন। বিষয়টি হাতেনাতে ধরে ফেললে তিনি রাগ করে দুই ছেলে রেখে বাড়ি থেকে চলে যান। পরে এ ঘটনায় তিনি আদালতে ৩০ সেপ্টেম্বর ১০০ ধারায় মামলা করেন, যা বর্তমানে চলমান রয়েছে।
শাহআলম সরদার আরও জানান, সোমবার রাতে তিনি স্যানিটারি সামগ্রী বিক্রির টাকা নিয়ে কালীখোলা এলাকা থেকে বাড়ি ফিরছিলেন। পথে তাঁর স্ত্রী পারুলী বেগম, তার ছেলে জিহাদ শেখ (২২), ভাই হাদিছ শেখ (৩৫)সহ আরও কয়েকজন অতর্কিতে হামলা চালিয়ে তাকে মারধর ও কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তারা তাঁর সঙ্গে থাকা টাকাও ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন শাহআলম।
স্থানীয়রা শাহআলমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নগরকান্দা হাসপাতালে ভর্তি করেন। হামলার সময় স্থানীয়দের চিৎকার শুনে হামলাকারীরা একটি গাড়ি ফেলে রেখে পালিয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
আহতের স্বজনরা জানান, এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
What's Your Reaction?






