ন্যায় বিচারে আইনজীবী ও বিচারকদের বিচক্ষণতার বিকল্প নেই: বিচারপতি রেজাউল হাসান

জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ
Oct 14, 2025 - 11:26
 0  3
ন্যায় বিচারে আইনজীবী ও বিচারকদের বিচক্ষণতার বিকল্প নেই: বিচারপতি রেজাউল হাসান

ন্যায়বিচার প্রতিষ্ঠা একটি কঠিন কাজ এবং একজন বিচারককে অবশ্যই বিনয়ী, ধৈর্যশীল এবং বিচক্ষণ হতে হবে। সোমবার ফরিদপুর জেলা আইনজীবী সমিতির দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান এই মন্তব্য করেন। তিনি বলেন, বিচারককে উভয় পক্ষের বক্তব্য ধৈর্য সহকারে শুনতে হবে এবং সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতেই রায় দিতে হবে।

আইনজীবীদের উদ্দেশ্যে বিচারপতি রেজাউল হাসান বলেন, "ভালো আইনজীবী হতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। পারিশ্রমিকের দিকে না তাকিয়ে ন্যায়বিচারের জন্য আপনাদেরও অনেক ত্যাগ স্বীকার করতে হয়, যার ফলে ভালো বিচার করা সম্ভব হয়।" তবে তিনি মিথ্যা সাক্ষীদের সহায়তা না করার জন্য আইনজীবীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান।

অনুষ্ঠানে বিচারপতি হাসান সমাজে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি এই বিষয়টিকে মহামারির মতো ভয়ঙ্কর আখ্যায়িত করে বলেন, "আইন হাতে তুলে নেওয়া একটি চরম অপরাধ। এ ধরনের অপরাধীদের বিষয়ে তথ্য-প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে এবং বিচারের মাধ্যমে একটি জোরালো বার্তা দিতে হবে।"

ফরিদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার লুৎফর রহমান পিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ জিয়া হায়দার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক ইকবাল এবং সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মানিক কুমার মজুমদার, অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন ও অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু প্রমুখ।

আইনজীবীরা তাদের বক্তব্যে ফরিদপুরের বিচার ব্যবস্থার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। তারা জানান, পূর্বে জায়গার সংকুলান না হওয়ায় জেলার ৯টি থানার মধ্যে ৫টি থানার (সালথা, নগরকান্দা, সদরপুর, চরভদ্রাসন) মামলার কার্যক্রম ভাঙ্গা চৌকি আদালতে পরিচালিত হতো। তবে বর্তমানে ফরিদপুর জেলা আদালতে পর্যাপ্ত বিচারক থাকায় উক্ত থানাগুলোর মামলা পুনরায় ফরিদপুরে স্থানান্তর করার জন্য অনুরোধ জানানো হয়।

আইনজীবী সমিতির পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল চিফ জুডিশিয়াল ভবনে স্থানান্তরে বিচারপতি রেজাউল হাসানের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। উল্লেখ্য, ১৮৭৫ সাল থেকে ফরিদপুর বারের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন মৃধা। এ সময় জেলার বহু আইনজীবী উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow