আগৈলঝাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মনিরুজ্জামান আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধিঃ
Oct 14, 2025 - 11:34
 0  3
আগৈলঝাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবেলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বিশ্বব্যাপী পালিত এই দিবসের অংশ হিসেবে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।

জাতিসংঘের উদ্যোগে ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর দিবসটি পালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায়, সোমবার সকাল ১১টায় আগৈলঝাড়া উপজেলা চত্বর থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালার সভাপতিত্বে সভায় বক্তারা দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে সুশান্ত বালা বলেন, "দুর্যোগ মোকাবিলায় কেবল সরকার নয়, প্রতিটি নাগরিকের সচেতনতা ও অংশগ্রহণ অপরিহার্য।"

সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অনিল সাহা বলেন, "পরিবার ও সমাজস্তরে দুর্যোগের পূর্বপ্রস্তুতি এবং সময়মতো সঠিক পদক্ষেপ গ্রহণ করা হলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তাই আজকের দুর্যোগ প্রশমন দিবস হোক ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত সচেতনতার নতুন অঙ্গীকার।"

বক্তারা বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্পসহ নানা প্রাকৃতিক দুর্যোগে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সমন্বিত পদক্ষেপের আহ্বান জানান। জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি জোরদার করাই ছিল দিবসটি পালনের মূল লক্ষ্য।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow