আগৈলঝাড়ায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হিজড়াদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

মো. মনিরুজ্জামান, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
May 15, 2025 - 22:23
 0  18
আগৈলঝাড়ায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে হিজড়াদের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

বরিশালের আগৈলঝাড়ায় এলাকায় প্রভাব বিস্তার নিয়ে হিজড়াদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাকাল ইউনিয়নের গোবিন্দ মন্দির এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে দুটিতে চাঁদা (দক্ষিণা) তোলার দায়িত্বে রয়েছে রিনা হিজড়ার দল, আর বাকি তিনটিতে নিয়ন্ত্রণ করে পায়েলের দল। দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে এলাকা ভাগাভাগি নিয়ে উত্তেজনা চলছিল।

ঘটনার দিন সকালে পায়েলের দল একটি অনুষ্ঠানে অংশ নিতে গোবিন্দ মন্দির এলাকায় গেলে রিনার দল বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও পরে হাতাহাতি ও মারামারি হয়। সংঘর্ষে রিনা, শাহীনুর, ফিরকী, শাহনাজসহ পাঁচজন আহত হন।

পায়েল অভিযোগ করেন, “আগে এলাকা ভাগ করা থাকলেও ৫ আগস্টের পর থেকে কেউ সেটা মানছে না। অনুষ্ঠানে যাওয়ার পথে আমাদের ঢোল কেড়ে নিয়ে রিনার দল হামলা চালায়।”

অন্যদিকে, রিনা দাবি করেন, “বাকাল ইউনিয়ন আমার এলাকা। পায়েলের দল আমার এলাকায় ঢোকায় সংঘর্ষ হয়েছে।”

এ বিষয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow