আগৈলঝাড়ায় সাংবাদিক কে এম আজাদ রহমানের ৫৫তম জন্মদিন পালিত

মো: মনিরুজ্জামান আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি
Dec 26, 2025 - 10:22
 0  2
আগৈলঝাড়ায় সাংবাদিক কে এম আজাদ রহমানের ৫৫তম জন্মদিন পালিত

বরিশালের আগৈলঝাড়ায় আনন্দঘন পরিবেশে দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি ও আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি কে এম আজাদ রহমানের ৫৫তম জন্মদিন পালিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আগৈলঝাড়া প্রেসক্লাব হলরুমে প্রেসক্লাবের উদ্যোগে কেক কেটে এই বিশেষ দিনটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সরদার হারুন রানা, বর্তমান সভাপতি মো. শামিমুল ইসলাম, সহ-সভাপতি মো. রিপন বিশ্বাস, সাধারণ সম্পাদক এফএম নাজমুল রিপন ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক পলাশ দত্ত, তথ্য ও প্রচার সম্পাদক মৃদুল দাস, সাবেক সভাপতি অপূর্ব লাল সরকার এবং সাবেক সাধারণ সম্পাদক প্রবীর বিশ্বাস ননীসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

জন্মদিন উদযাপন শেষে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কে এম আজাদ রহমান বলেন, প্রেসক্লাবের উদ্যোগে এমন অনাড়ম্বর ও আনন্দঘন পরিবেশে আমার জন্মদিন পালন করায় আমি সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এফএম নাজমুল রিপন জানান, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগামীতে পর্যায়ক্রমে প্রেসক্লাবের সকল সদস্যদের জন্মদিন এমন আনন্দঘন পরিবেশে পালন করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow