‎খোকসায় প্রশংসায় ভাসছে সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তাসমিন জাহান

খোকসা প্রতিনিধি, কুষ্টিয়াঃ
Dec 26, 2025 - 10:31
 0  7
‎খোকসায় প্রশংসায় ভাসছে সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তাসমিন জাহান

‎কুষ্টিয়ার খোকসায় গাজা সেবনের দায়ে ৫ জনের জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।

‎বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত আনুমানিক ১২.৩০ ঘটিকার সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়।

খোকসা উপজেলার খোকসা পৌরসভার একটি এলাকা থেকে গাজা সেবনের সময় ৫ জনকে আটক করেন।অভিযানকালে আটককৃতরা গাজা সেবনে লিপ্ত ছিলেন বলে প্রমাণিত হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী তাদের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা ও ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

‎অভিযান পরিচালনার করেন সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তাসমিন জাহান।

এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন এবং ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

‎এলাকাবাসী বলেন পুলিশ প্রশাসনের কাছে সন্ত্রাসী ও মাদক বিরোধী অভিযান আশা করছি।
‎এসিল্যান্ডের মেসেঞ্জার এর মাধ্যমে নিশ্চিত হওয়া গিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow