ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে খ্রিস্টান সম্প্রদায়ের ‘বড়দিন’ পালিত
ফরিদপুরে আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ উদযাপিত হচ্ছে। এই বিশেষ দিনটি উপলক্ষে জেলার খ্রিস্টান ধর্মাবলম্বীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।
বড়দিন উপলক্ষে ফরিদপুর ব্যাপ্টিস্ট চার্চ মিশনে দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় বিশেষ উপাসনার মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। উপাসনা শেষে আয়োজিত হয় সম্মিলিত প্রীতিভোজ এবং একে অপরের সাথে পারিবারিক শুভেচ্ছা বিনিময়।
এর আগে, গতকাল সন্ধ্যায় বড়দিনের প্রাক্কালে কেক কাটা, ধর্মীয় আলোচনা ও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় শিশুদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং শান্তা ক্লজ শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন, যা উৎসবে বাড়তি আনন্দ যোগ করে।
আয়োজকরা জানান, ফরিদপুর জেলায় মোট সাতটি চার্চে একযোগে বড়দিন উৎসব পালিত হচ্ছে। উৎসবের অংশ হিসেবে পরবর্তীতে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও জানা গেছে।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ