সালথায় কৃষকের বসতবাড়িতে প্রতিপক্ষের হামলা, ভাঙচুর
ফরিদপুরের সালথা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ওলিয়র রহমান নামে এক কৃষকের বসতবাড়িতে প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটেছে। হামলায় বসতঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে বাদশা মোল্লার সমর্থক ওলিয়র রহমানের সঙ্গে একই গ্রামের হেমায়েত মোল্লার সমর্থকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে ২১ ডিসেম্বর বাদশা মোল্লা ও মোছা. মর্শিদা বেগম বাদী হয়ে সালথা থানায় পৃথক দুইটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পরদিন অভিযুক্তদের বাড়িতে পুলিশ তদন্তে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পক্ষ। এরই ধারাবাহিকতায় গতকাল সকালে হেমায়েত মোল্লার সমর্থক মোতাহার মোল্যার ছেলে দবির মোল্যা (৪০), মতিয়ার মোল্যার ছেলে হেফায়েত মোল্যা (৪০), সালাম মোল্যার ছেলে আঃ হক সাহেব (৫০) ও খালেক শেখের ছেলে জামাল শেখ (৪০) সহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ওলিয়র রহমানের বসতবাড়িতে হামলা চালায়।
হামলায় ঘরের টিন, দরজা-জানালা ভাঙচুর করা হয় এবং ঘরের ভেতরের আসবাবপত্র নষ্ট করা হয় বলে জানা গেছে। এ সময় পরিবারের নারী ও শিশুরা আতঙ্কে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী ওলিয়র রহমান জানান, পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে আমাদের ওপর দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করা হচ্ছিল। থানায় অভিযোগ দেওয়ার কারণেই তারা ক্ষিপ্ত হয়ে এই হামলা চালিয়েছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন,
হামলার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?
জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ