ফরিদপুর স্টেডিয়ামের সাবেক মাঠ কিউরেটর মোহাম্মদ আব্দুর রব আর নেই
ফরিদপুর স্টেডিয়ামের এক সময়ের অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ মাঠ কিউরেটর মোহাম্মদ আব্দুর রব গতকাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে ফরিদপুর স্টেডিয়ামে মাঠ কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করে ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। সাবেক ও বর্তমান খেলোয়াড়দের কাছে তিনি স্নেহভরে ‘রব ভাই’ নামেই পরিচিত ছিলেন। মাঠের যত্ন, খেলোয়াড়দের প্রতি আন্তরিকতা এবং পরিশ্রমী মানসিকতার জন্য তিনি সবার কাছে ছিলেন শ্রদ্ধাভাজন।
তার মৃত্যুতে ফরিদপুরের ক্রীড়াঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সাবেক খেলোয়াড়সহ ক্রীড়াপ্রেমীরা তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ