আগৈলঝাড়ায় গৈলা দাখিল মাদ্রাসায় শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি পালিত

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা দাখিল মাদ্রাসায় ন্যায্য দাবি-দাওয়ার বাস্তবায়নের দাবিতে শিক্ষকরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে শ্রেণিকক্ষ খোলা রেখেই শিক্ষকরা মাদ্রাসা প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেন।
শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য নিরসন, পদোন্নতি, ভাতা বৃদ্ধি ও জাতীয়করণের দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়ন না হওয়ায় তারা বাধ্য হয়ে এ কর্মসূচি পালন করছেন।
মাদ্রাসার সুপার মো. রফিকুল ইসলাম বলেন, “আমাদের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে, কিন্তু কোনো সমাধান না পেয়ে আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছি।”
অন্য শিক্ষকরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।
এদিকে কর্মবিরতির কারণে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হওয়ায় অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তারা দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, “শিক্ষক-কর্মচারীদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।”
What's Your Reaction?






