আগৈলঝাড়ায় তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ মিছিল

বরিশালের আগৈলঝাড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি, ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী কৃষক দল।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে বরিশাল জেলা উত্তর কৃষক দলের সদস্য সচিব মো. সেলিম হোসেনের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে মিছিলটি প্রদক্ষিণ করে। এতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও শ্রমিক দলের কয়েক শতাধিক নেতা-কর্মী অংশ নেন।
মিছিলে তারেক রহমানের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। “অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন”, “জামায়াত-শিবির রাজাকার—এই মুহূর্তে বাংলা ছাড়” ইত্যাদি শ্লোগান দেন নেতা-কর্মীরা।
পরে উপজেলা সদরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল জেলা উত্তর কৃষক দলের সদস্য সচিব মো. সেলিম হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব শিপন হাওলাদার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক লিটন সিকদার, কৃষক দল নেতা বশির আহম্মেদ, শহিদুল ইসলাম ফকির, হাসান শাহ, মিজানুর রহমান, মনির খান এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাহিদ ইসলাম ও রাব্বি হোসেন।
সমাবেশে সেলিম হোসেন বলেন, “তারেক রহমান এই দেশের মাটি ও মানুষের বন্ধু। তাকে নিয়ে ষড়যন্ত্রকারীরা কোনো ভালো করছে না। এসব ষড়যন্ত্রের কঠোর জবাব দেওয়া হবে।”
What's Your Reaction?






