ফরিদপুরে শিক্ষার্থীদের মাঝে লংকাবাংলা ফাউন্ডেশনের আম গাছের চারা বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করার প্রয়াসে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের গেরদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৩০ জন শিক্ষার্থীর প্রত্যেকের হাতে একটি করে আম গাছের চারা তুলে দিয়েছে লংকাবাংলা ফাউন্ডেশন। ফাউন্ডেশনের দেশব্যাপী ফলজ গাছের চারা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়।
মঙ্গলবার (১৪ অক্টোবর) মঙ্গলবার বেলা ১১টায় গেরদা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে এই চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন লংকাবাংলা ফাইন্যান্সের সাউথ রিজিওনাল প্রধান জনাব মোঃ শাহাদাত হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স ফরিদপুর শাখার প্রধান মোঃ ইলিয়াস পারভেজ রানা এবং সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শিহাব খান। অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্সের ফরিদপুর শাখার অন্যান্য কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীদের অভিভাবকগণও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই পরিবেশ রক্ষা এবং বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতন হবে। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, আজকের এই ছোট চারাগুলো একদিন বড় হয়ে ফল ও ছায়া দেওয়ার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
What's Your Reaction?






