আলীকদম সীমান্তে মাইন বিস্ফোরণে মিয়ানমারের নাগরিক নিহত

আবু জুয়েল নুরখান, আলীকদম প্রতিনিধি, বান্দরবানঃ
Oct 15, 2025 - 11:51
 0  3
আলীকদম সীমান্তে মাইন বিস্ফোরণে মিয়ানমারের নাগরিক নিহত

বান্দরবানের আলীকদম সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে এক জুম চাষি নিহত এবং অপর একজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি মিয়ানমারের নাগরিক এবং আহত ব্যক্তি বাংলাদেশি। মঙ্গলবার, ১৪ অক্টোবর, সকাল আনুমানিক ১০টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫৫ (বিপি-৫৫) এর পশ্চিম দিকে মিয়ানমারের অভ্যন্তরে হটাওমগপাড়া নামক স্থানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। হতাহত দুজন জুম চাষি তাদের খেত দেখার জন্য যাওয়ার পথে পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে।

বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ হারান মিয়ানমারের নাগরিক মেনথ্যাং (৪০)। তিনি মিয়ানমারের নতুনপাড়া এলাকার তাংলাইয়ের পুত্র। এই ঘটনায় ম্যাংসার মোরং (৩০) নামে এক বাংলাদেশি নাগরিক আহত হন। তিনি আলীকদম উপজেলার ৪ নং কুরুকপাতা ইউনিয়নের গর্জনপাড়া এলাকার শাংওয়ানের পুত্র।

বিজিবি আরও জানায়, নিহত মিয়ানমার নাগরিকের মরদেহ ঘটনাস্থলেই পড়ে আছে। আহত বাংলাদেশি নাগরিক ম্যাংসার মোরং বিস্ফোরণের পর নিজ এলাকা গর্জনপাড়ায় ফিরে আসেন।

কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো জানান, আহত ব্যক্তি তার নিজ গ্রামেই চিকিৎসা নিচ্ছেন, এখনো তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়নি। তিনি আরও জানান, নিহত ও আহত ব্যক্তি পরস্পর আত্মীয়। তারা জুমের ধান আনতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে তিনি উল্লেখ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow