আশুগঞ্জে বিপুল পরিমাণ বিদেশী প্রসাধনীসহ দুই যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রায় ৭ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশী প্রসাধনীসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সোনারামপুর ব্রীজের সামনে একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বরিশাল জেলার বিমানবন্দর এলাকার মৃত শাহজাহান শিকদারের ছেলে সোহাগ সিকদার (৩৮) এবং ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে পাপেল মিয়া (৩৬)। প্রসাধনী বহনের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করেছে পুলিশ।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খাইরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে সোনারামপুর ব্রীজের কাছে সন্দেহভাজন একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এসময় মাইক্রোবাস থেকে ৬০০ পিস বিদেশী মেকআপ রিমুভার, ২৫৫ পিস ফেস ওয়াশ, ২৬৫ পিস স্কিন কেয়ার ক্রিম এবং ২৪ বোতল শ্যাম্পু উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, উদ্ধারকৃত প্রসাধনীর আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা। এই ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
What's Your Reaction?






