আগৈলঝাড়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

মো: মনিরুজ্জামান আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি
Sep 19, 2025 - 07:25
 0  1
আগৈলঝাড়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, এ বছর আগৈলঝাড়ায় ১৫৯টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ সরদার, সেনাবাহিনীর ক্যাপ্টেন আব্দুল্লাহ মাহামুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলিউল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি যতীন্দ্র নাথ মিস্ত্রীসহ রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক বলেন, “বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি পূজা হয় আগৈলঝাড়ায়। এজন্য সরকারি বরাদ্দ ও প্রশাসনের জনবলও এখানে বেশি দেওয়া হয়, যাতে প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা যায়।”

সভায় পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার, স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow